About Me

My photo
giving a practical view on myself... m a human being with usual dreams of shining in life, getting married to my "dream girl" and live happily ever after ..... and for a true identity I’m a person who is always in a conflict with this materialistic world..... in time of sorrows my ailment is songs of Rabindranath... the rest of the time i spend with my books , music and o’course my camera ... when i cry in pain. drops of tears roll down my face...and i maintain a dead silence.....and when i laugh, I maintain an applauding sound.... unlike sukanto i never saw the moon as a baked bread.....but it seems to be very lonely out there....and i find a fellow mate to whom I can say “so how was ur night” people tells me I’m an introvert..... i tell myself i feel it useless to share my thoughts with this practical world.... i write sentences. virtually of no meanings.. i like to hangout with my friends. the regular addas,, parties with cakes and ales are also what i cherish a lot in my life. but when i return home., completing that day’s journey through the road named life.. I return to my own world.. Whom I name it as the “world of desertion”

Search This Blog

Sunday, July 5, 2020

বর্মহীন শহর



কলকাতার আবহাওয়াতে ইদানিং বেশ বদল এসেছে ।  হঠাৎ মেঘ করে যায় , আবার ভ্যাব্সা গরম , উদ্ভট রকমের বাজ পড়ে আজকাল , ভয়ই করে রীতিমতো , এত রাগী আগে ছিলোনা।  
মানুষ রাও।।  কিরকম বদলে যেতে থাকছে , সবাই এখন যান্ত্রিক , একেক জন অর্জুন , স্থির দৃষ্টি তে তাকিয়ে লক্ষের দিকে।। 
ভেতরে ভেতরে ভীত , সন্দেহবাতিক , "আগের আমি যেন না হয়ে যাই , খুব কষ্ট পেয়েছিলো সে , অনেকে তাকে কষ্ট দিয়েছিলো 
এই আমি অনেক কঠিন, অনেক রূঢ়।  আমি অহংকারী নোই তবে এটুকু জানি অহং এ মোড়া মানুষেরা কেমন এক অদৃশ্য বর্ম পড়ে থাকে।।  আমিও পড়ি এখন"।  
তোমার কবিতা পড়া  ভালোলাগে। কবিতা এখনো আসে তোমার সেই আগের আমি থেকেই। তোমার আঁকা তোমার আর্ট , সবই সেই বর্মহীন , উন্মুক্ত আকাশের  , এখন এর নয়, জানি ইতিহাসে ফেরা যায়না , আমিও পারিনি , তবুও পিছনে তাকিও কখনো।।।  আবহাওয়া বদলালেও শহরটা যে এখনো একই  আছে ।। 
-ঋতজ্যোতি রায় 

No comments:

বন্দী

ধরা পড়েছি দুজনেই সেই মানুষের পাতা ফাঁদে তোর আঁখিতে বিষন্নতা আমার চোখে কাঁদে ঝুকে থাকা তোর বিমর্শ মুখ সান্তনা মুখে থামায় স্বাধীনতা দিতে পারিন...