আজকাল আর ঘুম আসেনা, গল্পই শুনি একঘেয়ে বুক পকেটে লুকনো যত সম্পর্কের ঘাড় বেয়ে। ঝাপসা দেওয়ালে দাগ কেটে রোজ কি খুঁজি তার কে জানে তবুও নেশায়ে সাঁৎরে উঠি লাল বরফের মাঝখানে । রোজকার এই বাইপাস ধরে জাতায়াত আর ঘর ফেরা দমকলে স্নান করছে শহর ভিজে স্যাঁতস্যাঁতে স্বপ্নেরা । লক্ষ্যের আমি খুব কাছে আজ, টপকাই সব মাত্রা কে, উল্টে দেখি ফেলে আসা পথ ঢাকা পরে আছে ছত্রাকে ।। - ঋতজ্যোতি রায়
subconscious essays