Skip to main content

Posts

Showing posts from July, 2020

বর্মহীন শহর

কলকাতার আবহাওয়াতে ইদানিং বেশ বদল এসেছে ।  হঠাৎ মেঘ করে যায় , আবার ভ্যাব্সা গরম , উদ্ভট রকমের বাজ পড়ে আজকাল , ভয়ই করে রীতিমতো , এত রাগী আগে ছিলোনা।   মানুষ রাও।।  কিরকম বদলে যেতে থাকছে , সবাই এখন যান্ত্রিক , একেক জন অর্জুন , স্থির দৃষ্টি তে তাকিয়ে লক্ষের দিকে।।  ভেতরে ভেতরে ভীত , সন্দেহবাতিক , "আগের আমি যেন না হয়ে যাই , খুব কষ্ট পেয়েছিলো সে , অনেকে তাকে কষ্ট দিয়েছিলো  এই আমি অনেক কঠিন, অনেক রূঢ়।  আমি অহংকারী নোই তবে এটুকু জানি অহং এ মোড়া মানুষেরা কেমন এক অদৃশ্য বর্ম পড়ে থাকে।।  আমিও পড়ি এখন"।   তোমার কবিতা পড়া  ভালোলাগে। কবিতা এখনো আসে তোমার সেই আগের আমি থেকেই। তোমার আঁকা তোমার আর্ট , সবই সেই বর্মহীন , উন্মুক্ত আকাশের  , এখন এর নয়, জানি ইতিহাসে ফেরা যায়না , আমিও পারিনি , তবুও পিছনে তাকিও কখনো।।।  আবহাওয়া বদলালেও শহরটা যে এখনো একই  আছে ।।  -ঋতজ্যোতি রায়