Skip to main content

Posts

Showing posts from February, 2022

এপার ওপার

ভালোবাসার দিবস, সোমবার। সকাল থেকে অফিস এর কাজ গুলো পাতার ওপর ভারী বর্ষার জল বিন্দুর মতন আসছে আর ভার রাখতে না পেরে নুইয়ে পড়ছে একটু একটু করে।  মনের মধ্যে এক অবাস্তব, অসম্ভব ইচ্ছের জ্বালায় অস্বস্থিকর এক মেজাজ এর সৃষ্টি হয়েছে। ধরুন এক হেরে যাওয়া সৈনিক , শত্রুপক্ষের সীমান্তের গন্ডি তে আটকে পড়েছে এবং সে জানে আর কিছুক্ষন এর অপেক্ষা তারপরেই সে ধরা পড়বে শত্রুর হাতে এবং হয়তো শাহিদ হবে তার আপনজন দের শেষবারের মতন না দেখেই,অথচ মন কিছুতেই মানছে না এই পরাজয়, বলছে না আরেকটু লড়, আরো কিছুক্ষন, কিছুদিন বাঁচো। সে যে তখন কি করবে বুঝে পায়না... আত্মসমর্পণ না গা ঢাকা দেওয়া না বন্দুক উঠিয়ে অপেক্ষায় থাকা... তেমনি.. যে ভালোবাসা পাওয়া যাবেনা কোনোদিন নিজের মতন করে, এক প্রকার অসম্ভব, যদি না আল্লাহ তালা, ঈশ্বর, গড এনাদের মধ্যে কেউ কিছু গভীর শড়যন্ত্রের মাধ্যমে তা পাইয়ে দেন, তবে কেনোই বা ওনারা এত কষ্ট নেবেন একজন যেকোনো মানুষ এর জন্যে? সত্য ভালোবাসে আলো কে। সে আলোর রোজকার অবহেলা অনুভব করে নিজের মতন কোরে... আলোর রোজকার না পাওয়া গুলোকে পাইয়ে দিতে তার মন একপ্রকার দু-টুকরো হয়ে ছুটে যেতে চায় আলোর কাছে.. দুপুরের

Pehle se kya likha tha... (What might have been destined... ) - Gulzar

Was it fated from the past that on a deserted island when the sun turns gloomy descending the ridge, You will meet me at the ruddy golden-lined shores... and you will slip down towards me in such a way that it seems the ocean just washed you off the shore was this our destiny entwined ? or a coincidence After the sun sets, and its time for the moon to reign, when the stars flutter like the last breaths of a person You were longing for my departure so that You can throw yourself back to the sea... maybe someone's pain had come to the point of 'visarjan' but I kept on waiting as I feared the helplessness in your  eyes might lure the sea to drag you back to her. That night, the moon appeared quite late, and you kept on reading your agonies through the pages from your book and at the same time tore the papers one after another... the waves of the ocean got covered with those torn pieces... At the time of bidding farewell, while shaking hands, the pains were rolling over and ove

দুই বুলেভার্ড দূরে

Discovery চ্যানেল টা খুলে রেখেছিলো শর্মিষ্ঠা। ডকুমেন্টরি তে যা দেখাচ্ছিল তা হোলো পুরুষ দের মধ্যে যৌন চাহিদা এতটা প্রকট ভাবে বেরিয়ে আসে কেন. বক্তা যেই তথ্যটি দিলেন সেটি হোলো অনেকটা এরকম "During spermatogenesis, your testicles make several million sperm per day — about 1,500 per second. By the end of a full sperm production cycle, you can regenerate up to 8 billion sperm. This may seem like overkill, but you release anywhere from 20 to 300 million sperm cells in a single milliliter of semen." অতএব এই manufacturing পদ্ধতি বজায় রাখার জন্যেই পুরুষ দের বায়োলজি ওই রকম.. বক্তা একজন মহিলা ও এই কথা গুলো বলার সময় বেশ হাসি মুখেই বলে চলেছিলেন তিনি একটানা .. শর্মিষ্ঠা বেশ ছোট থেকেই নারীবাদী, তার বক্তা কে দেখে বেশ রাগ ই হোলো এক প্রকার। কেন যেন মনেহলো ওর যে কি অদ্ভুত ভাবে সালেসী করছে মহিলা টি পুরুষ দের হয়ে। শুধু কি পুরুষ দের চাহিদা থাকে মেয়ে দের থাকেনা! মেয়ে রা সেই চাহিদা নিবারণ করবার উদ্যোগ নিতে পারেনা কোনো ভাবে! নিলেই তার চরিত্রে দাগ পরে যাবে! "ব্লাডি patriarchy".. বলেই সে উঠে দা