ঐযে আকাশ মেঘ, ওকে আমি বলেছি
আমার মনের কথা
কিছু টা শুনে একপশলা কেঁদে চলে গেছে।
এখন আকাশে ঝলমলে রোদ
সোঁদা মাটির গন্ধে মিলচ্ছে কথা গুলো
বাষ্প হয়ে।।
-ঋতজ্যোতি রায়
ধরা পড়েছি দুজনেই সেই মানুষের পাতা ফাঁদে তোর আঁখিতে বিষন্নতা আমার চোখে কাঁদে ঝুকে থাকা তোর বিমর্শ মুখ সান্তনা মুখে থামায় স্বাধীনতা দিতে পারিন...
No comments:
Post a Comment